• Helpline: 01769059867, 09643224488, 01532392903 (9:00 AM - 2:00 PM)

Apply for Special Quota(SQ)

Online Application Form

Application Period : 08-12-2022 to 15-12-2022

HSC Admission Notice


বিশেষ কোটায় (SQ) আবেদন করার শর্তাবলি

SQ কোটায় আবেদন করার নিয়মাবলি: সেনাবাহিনীতে কর্মরত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত, ঢাকায় কর্মরত MES (Army) ও প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান SQ কোটায় আবেদন করতে পারবে। কোটার যথার্থতা নিশ্চিত/সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার জন্য ০৮ হতে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে accsq.vortibd.com লিংকে অথবা কলেজের ওয়েবসাইট www.acc.edu.bd-এ SQ Online Application এর নির্ধারিত বাটনে ক্লিক করে Special Quota (SQ) Application Form যথাযথভাবে পূরণ করে কর্মরত ইউনিট/প্রতিষ্ঠান প্রধান/অধিনায়কের প্রত্যয়নপত্র/অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে CORO/Record's Certificate কিন্ডার রোলসহ (সন্তান বিবরণী) চাকরি অবসানের প্রত্যয়নপত্র/অবসরভাতা প্রদান আদেশের (পিপিও) সত্যায়িত কপি অনলাইনে Submit করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কাগজপত্র কলেজের পূর্ব গেটে সকাল ৯.০০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত জমা দেয়া যাবে। SQ কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণে ব্যর্থ হলে কোটার সুবিধা হতে বঞ্চিত হবে।


অনলাইনে আবেদনের নিয়মাবলি

১. SQ Online Application - এ আবেদনের জন্য http://accsq.vortibd.com/ - লিঙ্কে ক্লিক করুন

২. নতুন অ্যাকাউন্ট তৈরি করতে Create Account বাটনে ক্লিক করুন

    অথবা

৩. যদি আপনি পূর্বে নিবন্ধন করে থাকেন তাহলে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে     লগইন করুন

৪. SSC সনদ অনুযায়ী আপনার নাম এবং আপনার ব্যবহারকৃত মোবাইল নম্বর দিন

৫. আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড পাঠানো হবে

৬. প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগইন করতে পারবেন

৭. লগইন করে আপনি Special Quota (SQ) Application Form - টি দেখতে পারবেন

৮. ফর্মটি পূরণ করুন এবং Submit বাটনটি ক্লিক করুন

৯. যদি আবেদনটি সফল হয়ে থাকে তাহলে আপনার মোবাইল নম্বরে একটি confirmation message পাঠানো হবে

১০. ফর্মটি ডাউনলোড করতে টেবিল থেকে Download বাটনটি ক্লিক করুন


আপনি যদি Confirmation message -টি না পেয়ে থাকেন অথবা পূরণ করা Special Quota (SQ) Application Form - টি ডাউনলোড করতে সক্ষম না হয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি সফল হয়নি। সেক্ষেত্রে পুনরায় আবেদন করুন।



অনলাইনে Submit করতে অসুবিধা হলে সংশ্লিষ্ট কাগজপত্র কলেজের পূর্ব গেটে সকাল ৯.০০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত জমা দেয়া যাবে। বিশেষ কোটার (SQ) আবেদনকৃত শিক্ষার্থীরা উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করে প্রয়ােজনীয় কাগজপত্র প্রেরণে ব্যর্থ হলে কোটার সুবিধা হতে বঞ্চিত হবে।





Don't have any account? Create Account

LOGIN

Forgot Password
© 2023 Desh Universal Pvt. Limited | Like us on Facebook